ছড়া-কবিতা - চাইছি যা যা - সুখেন্দু মজুমদার । ফেব্রুয়ারি - ২০২৪



   চাইছি যা যা








সু খে ন্দু 

ম জু ম দা র 





....

....

কিশোর বার্তা-র 
এই গল্পটির ছাপা সংখ্যাটি রেজিঃ ডাকে পেতে -

 

 

 আমাকে        পাখিডাকার ভোরটা দেবে!

হোক না            আঁধারমাখা একটুখানি 

হয়ত                গোটা পাড়াই ঘুমিয়ে আছে 

ফুলেরা            একটু পরে ফুটবে জানি ।


আমাকে          শিশিরমাখা সকাল দেবে!

শিউলি            ফিরছে বুঝি আসন পেতে,

কে এসে          জানলা দিয়ে ডাকল যেন 

আদপে           কেউ আমাকে দেয় না যেতে।


আমাকে          উদাস করা দুপুর দেবে!

আকাশ           কেমন জানি আরশিপানা,

ঘুঘুরা              আর ডাকে না তেমন করে

যেই না            খুঁজতে যাব, কেবল মানা।


আমাকে          সূর্যডোবার  বিকেল দেবে!

বাসাতে           ফিরে যাওয়া বকের সারি,

তখন              রঙ ছড়িয়ে আকাশ সাজে

তবে তো         সেই ছবিটা দেখতে পারি ।


আমাকে         তারায় বোনা রাতটা দেবে!

চাঁদটা             কাস্তে নাকি ফুলকো রুটি,

ফুলেরা           কেমন করে পাপড়ি খোলে

দেখতে           দিচ্ছেটা কে একটু ছুটি ।     


আমাকে        দাও না যেতে নিঝুম রাতে 

একলা          রাতজাগা ওই পাখির দেশে,

সে নয়          আমায় দেবে চাইছি যা যা 

অমনি          ভোরের আলো হাজির এসে!