ছড়া - কবিতা ১ । পৌষ ১৪৩১

     হাসি নিয়ে রাশি মাসী











তুহিন কুমার চন্দ 

দিনাজপুর, পশ্চিম বঙ্গ



হাসি নিয়ে রাশি মাসী তিনি নাকি হাসে না,

দিনরাত উনুনের পাশে ছাড়া বসে না।


কি শীত ওরে বাবা ভুল হলো এসে রে,

সারাদিন সারারাত মরি বাবা কেশে রে।


সর্ষের তেল মাখি দিনরাত বক্ষে,

তাই কিছু কাশি কম এই যা রক্ষে।


কনকনে শীতে আর ভুল করে আসা নয়,

যত ডাকো আসো মাসী এলে জ্বর কাশি হয়।


এইবার যদি ঘরে প্রান নিয়ে ফিরি রে,

আর নয় রায়গঞ্জ শীতে কেঁপে মরি রে।


হাসি ছাড়া রাশি মাসী সেঁকে হাত পুড়িয়ে,

বেনারস চলে যান কম্বল মুড়িয়ে।