শীতল চট্টোপাধ্যায় ২৪পরগণা, পশ্চিম বঙ্গ
| | আলো ফুটলেই দিন, তারা ফুটলেই রাত জল ফুটলেই তাপ, চাল ফুটলেই ভাত।
চোখ ফুটলেই দেখা, বর্ণ ফুটলেই লেখা সুর ফুটলেই গান, জ্ঞান ফুটলেই শেখা।
মেঘ ফুটলেই ছায়া, রাত ফুটলেই কালো গন্ধ ফুটলেই ফুল, চাঁদ ফুটলেই আলো।
ডানা ফুটলেই ওড়া, মন ফুটলেই জোড়া আগুন ফুটলে পোড়া, শব্দ ফুটলেই তোড়া।
মুকুল ফুটলে ফল, শক্তি ফুটলেই বল
মন্ত্র ফুটলেই পুজো, দাবী ফুটলেই দল।
সঙ্গী ফুটলেই সাথি, উৎসব ফুটলে মাতি শীত ফুটলেই কাঁপি, গ্রীষ্ম ফুটলেই তাতি ।
|