ছড়া - কবিতা ২ । জ্যৈষ্ঠ ১৪৩১

 খোকা খুকুর ছড়া 












সুব্রত চৌধুরী

নিউ জারসি, যুক্তরাষ্ট্র


 

খোকা বলে মামাকে

এনে দেবে আমাকে 

সূতা নাটাই ঘুড়ি ,

খুকু বলে কাকাকে

বলো দেখি পাকা কে

আমি নাকি বুড়ি ।

 

খোকা বলে মাসিকে

বলে দিতে হাসিকে

থাকে যেন চুপ,

খুকু বলে পিসাকে

বকে যেন তিশাকে

বেড়ে গেছে খুব। 

 

খোকা বলে দিদাকে

ভুলে যেতে খিদাকে

খেতে শুধু পান,

খুকু বলে দিনাকে

ডেকে নিতে মিনাকে

গাইতে হবে গান।