ছড়া - কবিতা ৩ । জ্যৈষ্ঠ ১৪৩১



 শিক্ষা











মোনালিসা পাহাড়ী
মেদিনীপুর, পশ্চিম বঙ্গ




 

এক যে আছে লক্ষ্মী ছেলে

মায়ের সাথে থাকে,

সারাটা দিন অন্ধ মায়ের

ভীষণ খেয়াল রাখে।

কুটনো কাটেবাটনা বাটে

রান্না বান্না ক‍রে,

রোজ দুবেলা মায়ের মুখে

দুমুঠো ভাত ধরে।

কাজের তরে বাইরে বেরোয়

মা'কে রেখে ঘরে,

দু'পয়সা হাতের মুঠোয়

সাঁঝে বাড়ি ফেরে।

এমনি কাটে তার শৈশব

একলা চুপিসারে,

হাতেখড়ি হয়নি যে তার

মন পোড়ে আঁধারে।

তবুও তো সে খাঁটি সোনা

পাচ্ছে নিখাদ শিক্ষা,

কাজে কর্মে কর্তব‍্যে

মানুষ হওয়ার  দীক্ষা।