হাতে আমার জাদুকাঠি মস্ত টুপি মাথায়,
গলায় দোলে হীরের মালা সোনার জরি হাতায়।
মুখে কেবল মন্ত্র ছোটে অবিরত ধারায়,
কালো মতো পর্দাখানায় ভরে হাজার তারায়।
গিলি গিলি বলি যখন খোকা হবেই ছাগল,
জাদুর দণ্ড ছুঁইয়ে দিলে সুস্থ হবে পাগল।
এমনতরো জাদু দেখে ঘোষ গিন্নি ছোটেন,
মঞ্চে উঠে জাদুকরের পায়ে মাথা কোটেন।
কালো ছাগল দিয়ে বলেন এটা আমার হরেন,
ছেলে ফেরত পেতাম যদি একটু দয়া করেন।
পাঁকে পড়ে ঘামতে থাকি এই বুঝি প্রাণ বেরোয়,
এই জীবনে পড়িনি তো এমনতরো গেরোয়।
এদিক ওদিক চেয়ে শেষে মঞ্চ ছেড়ে পালাই,
পিছনপানে না তাকিয়ে জলদিতে পা চালাই।
সেদিন থেকে জাদুর খেলা! কান মুলেছি হাজার,
মন্ত্র-তন্ত্র সব ছেড়ে আজ দোকান দেবো খাজার।