ছড়া - কবিতা ১ । কার্তিক ১৪৩১

  ভাষণ লেখা











রামেশ্বর দত্ত

কলকাতা, পশ্চিম বঙ্গ




 

কাশিকান্ত, ও কাশিকান্ত,

ধারণা তো মোর নয় ভ্রান্ত?

 

বলি, একটুও কি সময় নাই?

এত কী কাজ করো হে ভাই?

 

দিনে তোমার ঘুমের চল,

কাজের তরে রাত সম্বল!

 

এমন কী কাজ করো রে ভাই,

রাত জাগতে কষ্ট নাই।

 

রাতে দেখি আলো জ্বালা

ঘরের ভিতর তুমি একলা-

 

আস্ফালনে হাত পা ছোঁড়

এ্যকটো করে  ফ্যাকটো পড়ো।

 

হাতে থাকে তাড়া কাগজ

ধোলাই করো তোমার মগজ!

 

কী যেন পড়ো হে ভাই,

রোজ দিনই শুনতে পাই।

 

ভাষণ দেবার মতো করে

নেতার ভাষণ পড়ো জোরে।

 

তুমি তো আর নেতা নও?

তবে কি, নেতার ভাষণ লিখে দাও?

|

 

ঠিক ধরেছ মহেশ দাদা

বুদ্ধি তোমার নয়তো কাদা।

 

নেতার অত সময় কৈ

কথায় কথায় ফোটাবে খৈ?

 

আমার লেখা ভাষণ ধরে

ফ্যাক্টো পড়ে এ্যক্টো করে।

 

ভাষণ শুনে ভাঙচুর হলে

আমি যাই পিছনে চলে।

 

পড়লে ধরা নেতার দল

হাসিই আমার হয় সম্বল।