আমার আছে আকাশ নীলে মেঘের ওড়াউড়ি,
ময়ূরপত্থী পেটকাটা আর হরেক রকম ঘুড়ি।
মাঞ্জা দেওয়া ভাতের মাড়ে কাঁচের গুঁড়ো দানা,
হারিয়ে যাব ওড়ার দেশে অংক কষা মানা।
আমার আছে নদীর জলে সাঁতার কাটা বেলা,
ডুব সাঁতারে তলিয়ে গিয়ে মাছের সঙ্গে খেলা।
আড়ায় বসে মাছরাঙাটির চোখেতে নেই ঘুম,
অলস দুপুর জলপরীদের পাড়াটি নিঃঝুম।
আমার আছে মায়ের হাসি ছড়ার মতো আদর,
ছন্দে গাঁথা মুক্তো মালা নকশীকাঁথা চাদর।
বৃষ্টিভেজা কাশের বনে রোদ হেসেছে যখন-
রামধনুতে আকাশ মেতে হরেক রঙে মাতন।
আমার আছে ছুটির পড়া লুকিয়ে দেখা মাঠ,
গল্পে ঠাসা হরেক মজার রাণুর সহজ পাঠ।
ঘুমের ঘোরে নামতা পড়া বানান ভুলে লেখা,
আমার আছে মায়ের চুমো হৃদয় দিয়ে দেখা।