ছড়া - কবিতা ২ । পৌষ ১৪৩১

    বাবার মত












সুজন দাশ  

নিউজার্সি, যুক্তরাষ্ট্র



বাবার মত বাসতে পারে ভালো,

পৃথিবীতে কেউ কি এমন আছে? 

থাকলে বাবা ছুঁয়না এসে কালো,

দুঃখ ব্যথা রয়না কারো কাছে। 


ছেলে মেয়ের মুখের পানে চেয়ে, 

জীবন টুকু ধরতে পারে বাজি।

তাদের সুখে উঠতে পারে নেয়ে 

স্বপ্ন ফুলে সাজায় বৃক্ষরাজি! 


ভরসা আশা জোগায় বাবা রণে

পথের দিশা দেন যে মনে এঁকে, 

এতে তারা বল ফিরে পায় মনে 

লড়েন তিনি তাদের পাশে থেকে। 


বাবা হলেন যেন বটের ছায়া, 

শীতল বায়ু দেন যে এনে প্রাণে! 

বুকের মাঝে অতল আছে মায়া,

মাতিয়ে রাখে সুখের যেন ঘ্রাণে।  


বাবার মত হয় না কেহ আর,

প্রাণটি খুলে বাসতে পারে ভালো। 

মায়ের মত নেই তুলনা তাঁর,

পরিবারে ছড়ায় সুখের আলো।