একানড়ে একা বসে, খালি খালি চোখ ঘষে,
বলে, “আমি যাই কোথা বল?”
মন নেই কাজেতে, মাথা হেঁট লাজেতে,
চোখ থেকে খালি ঝরে জল!
আর কেন থাকি ভাই, এইবার চলে যাই,
দুই চোখ যে দিকেতে চায়!
ছেলে পুলে আজকাল, কি যে তাদের হাল,
কিছুতেই ভয় নাহি পায়!”
মেছো আর গেছো ভুত, রোগা, মোটা, কালো ভুত,
পেত্নী ও ব্রহ্ম দত্যি,
বলে এসে, “ভাইরে, ভয় কিছু নাই রে,
হয়েছে কি? বল দেখি সত্যি।“
একানড়ে কেঁদে কয়, “বলতে যে লাজ হয়,
গেছিলাম দুটো খোকা ধরতে,
ভাবলাম পাবে ভয়, যেরকম রোজ হয়,
সুবিধেই হবে কাজ করতে।
কিন্তু তাদের হাতে, চ্যাপ্টা কি ছি্ল, তাতে
ফট ফট জ্বলে ওঠে আলো!
আমাকে দেখেই হাসে, বলে এসে বোস পাশে,
একটা সেলফি হোক ভালো।“