ছড়া - কবিতা ১ । ভাদ্র ১৪৩১



ভরসা











আভা সরকার মন্ডল  

উত্তর দিনাজপুর, পশ্চিম বঙ্গ




 

ভোরের শিশির  মাথায় তাদের পড়ল যখন টুপ  

রোদটি উঠবে ভেবেই তারা রইল হয়ে চুপ !

রোদ ওঠে না- রোদ ওঠে না- কুয়াশার দাপট

সঙ্গে এসে জোটে প্রবল হাওয়ারও ঝাপট !

 

ঘাস ফুলেরা ভাবে এবার করবে প্রতিবাদ-

সবার মতো তাদের মাথায় নেই কেন যে ছাদ !

শীতের কালে তাদের গায়ে লেগেই থাকে জ্বর

শীর্ণ শরীর কাঁপতে থাকে ক'রে যে থরথর !

 

তাদের কথা কেউ কখনও কেন ভাবে না 

মারিয়ে দিতে সবাই কেন বাড়িয়ে থাকে পা !

কেউ শোনে না তাদের কথা কেউ বোঝে না মন

এই পৃথিবীর কেউ বুঝি নয় তাদের আপনজন !

 

ভেবে ভেবে কুঁকড়ে গিয়ে  কাঁদে তারা যেই

সূর্য উঠে বলে - দ্যাখো শীত কোথাও নেই 

লড়তে হবে শীতের সঙ্গে রোদের চাদর গায়-

কথা শুনে ঘাস ফুলেরা ভরসা ফিরে পায়