ছড়া - কবিতা ৫ । শ্রাবণ ১৪৩১





  হত্যাকাহিনি












পার্থ সিনহা

পূর্ব বর্ধমান, পশ্চিম বঙ্গ














এই লেখাটির      >
মুদ্রিত সংখ্য
রেজিঃ ডাকে পেতে -

 

নায়ক থেকে হায়রে, হলাম হঠাৎ খলনায়ক

আমার হাতে খুন হয়েছে নামকরা এক গায়ক!

বৈরিতাভাব ছিল নাকো তার সাথে ভাই আগে

অবাধ্যতার জন্য তারে খুন করেছি রাগে!

গান যে আমার ভাল্লাগে নাবলছি না সে-কথা

ভাল্লাগে না গানের নামে করলে অসভ্যতা!

গান শুনে মন হয় উতলা সুর যদি হয় দেশি

হিন্দি গানও পছন্দসই, বাংলাতে টান বেশি!

গান শোনারও সময় আছে, নইলে ধরে রাগ-তো

ঘুমের সময় গাইছে খেয়াল, ধমকে বলি, 'ভাগ্-তো!

বন্ধ কর এ-গানের আসর,' গাইতে করি মানা-

কিন্তু কথায় কান দিল নাসুর ভেজে যায় টানা!

ঘুমের ঘোরে মুখের থেকে সরিয়ে দিয়ে কাপড়

রাগের বশে বসিয়ে দিলাম খুব জোরে এক থাপড়!

 

এক চড়ে যে পড়বে মারা, তা-ভাবিনি মশাই-

খুন হয়েছে আমার হাতে শিল্পী, গায়ক- মশা-ই!