.... ....
কিশোর বার্তা-র এই গল্পটির ছাপা সংখ্যাটি রেজিঃ ডাকে পেতে -
| | নদীর ধারে গ্রাম যে আমার সবুজ বনের মাঝে, বর্ষাকালে দেখবে তখন নতুন করে সাজে।
ভোরের বেলা সোনালি রোদ যখন আসে পাড়ে, নদীর গায়েও সেই আলোটা সবার নজর কাড়ে।
পাখির ডাকে ঘুম ভাঙে আর শিশির ভেজা ঘাসে, পথের ধারে ফুলগুলো সব কেমন করে হাসে।
দেখতে পাবে রাতের বেলা চাঁদের আলো ফুটে, জোনাকিরা কোথা থেকে হঠাৎ এসে জুটে ।
নদীর জলে চাঁদের ছবি হাজার তারা মিলে, করবে খেলা নিঝুম রাতে একটু দেখা দিলে।
|