অমলেন্দু কর্মকার

 ভবানীপ্রসাদ ছড়ার প্রাসাদ









অমলেন্দু কর্মকার





 


 

ছন্দ ছড়ায় সুবাস ছড়ায়

শহর-গ্রামের পাড়ায় পাড়ায়

দুলিয়ে তোলে সুর,

ভাসেন তিনি শব্দ ভেলায়

জন্মভূমি হাওড়া জেলায়

দক্ষিণ শানপুর

 

ছড়ার জাদু জানেন দাদু

ওঁর লেখা কী সুস্বাদু!

ভবানীপ্রসাদ নাম,

কচিকাঁচার মনের মতো

ছড়ান ছড়া শত শত

শহর থেকে গ্রাম

 

বাংলাটা ঠিক আসে না এই

ছড়াখানির নাম শুনলেই

ভাসে যে মুখ, ছবি

সমসাময়িক ছড়াকারের

ভবানীপ্রসাদ মজুমদারের

এক পরিচয় কবি।




  

<