কাল রাতে কী দারুণ খেলাম! জানিস্ তো রে শিবে,
এখনো তার স্বাদটা লেগে আছে আমার জিভে।
মাংস, পোলাও, ক্ষীর, সন্দেশ- আহা, কতই খাবার
অমন স্বাদের খাবার খেতে সাধ জাগে যে আবার।
শুনেই শিবে বলল, কোথায় পেলি ওসব খেতে?
কে তোকে কাল আদর করে খাওয়ালো পাত পেতে?
নাকি রাতে করলি চুরি ঢুকে রেস্তরাঁতে?
এ-ছাড়া তো এমন খাবার জুটবে না বরাতে!
বলল ফটিক, বিশ্বাস কর্ চুরিতে নেই ভাই
তেমন স্বভাব থাকলে কি আর ভিক্ষে করে খাই?
এমন দামি খাবার মুখে কে আর দেবে গুঁজে?
আজ সমাজে আছে সে-লোক? পাইনা তো রে খুঁজে!
চলি আমি সৎ পথে ভাই চুরিটা নেই ধাতে
ওসব খারার খাই রে আমি স্বপ্নেতে কাল রাতে।