রিয়াদ হায়দার

ছড়ার গুরু









রিয়াদ হায়দার





 

 

কেমন করে লিখব ছড়া

শিখিয়ে ছিলেন যিনি,

তিনি আমার শিক্ষাগুরু

সবাই তাঁকে চিনি।

 

কেমন করে মাত্রা হবে

কোথায় হবে ছন্দ,

মনের ভেতর মাঝে মধ্যে

লাগিয়ে দিতেন দ্বন্দ্ব।

 

ভীষণ ভালো ছন্দ রসিক

একটা পাহাড় চুড়ো,

জমিয়ে দিতেন ছড়ার আসর

তিনি সবুজবুড়ো।

 

সহজ মনের সেই ছড়াকার

হৃদয়ে থাক বার বার,

তিনি হলেন সবার প্রিয়

ভবানীপ্রসাদ মজুমদার




  

<