ছড়া - কবিতা ৩ । মাঘ ১৪৩১




    আড়ি














আভা সরকার মণ্ডল

দিনাজপুর, পশ্চিমবঙ্গ



জোড়া জামরুল গাছে

কতশত কুঁড়ি

দেখে খোকা ভাবে ফল

পাবে ঝুড়ি ঝুড়ি ।

 

গাছের তলাতে নেই

কোনো পাড়া তুতো

তবু ফল না বেড়ে তা

শেষ হয় দ্রুত ।

 

খোকা পরে চিন্তায়

কে যে এসে রোজ

খেয়ে যায় ফল তার

পায় না সে খোঁজ‌।


একদিন চুপি চুপি

দুপুরের বেলা

দেখে কাঠবিড়ালির

ছোঁয়াছুয়ি খেলা ।

 

দুটো গাছে লাল সাদা

যত ফল ছিল

ভাগাভাগি করে তারা

সব খেয়ে নিল ।

 

জানতো না খোকা, তারা 

দুষ্টু যে ভারী

তাদের সঙ্গে সে যে

তাই নিল আড়ি ।