খুকু কি আর খুকু থাকে যখন ডাকে পাখি
খুকু তখন পাখি হয়েই করে ডাকাডাকি
খুকুর মাথায় বোঝা অনেক সন্ধ্যে সকাল পাঠ
বোঝা কি আর মাথায় থাকে মাথায় সবুজ মাঠ!
বোঝা থাকে পিঠের পরে, মাথায় ঘোরে খেলা
পাখ পাখালি সবুজ মাঠ ...সকাল সন্ধ্যে বেলা!
মন বলে তার, "পাখি হব, উড়বো ডানা মেলে।
হরিণ হয়ে কাটিয়ে দিব সারাটা দিন খেলে।
মাছ হয়ে ডুব সাঁতারে পুকুর দেবো পাড়ি
ইচ্ছে করে পালিয়ে যাই সকল রুটিন ছাড়ি।"
কি করে হয় হরিণ খুকু, হয় না মাছ ও পাখি
সন্ধ্যে সকাল পড়ার জন্য, মায়ের ডাকাডাকি!