রক্তে ঢাকে
বাংলার সীমান্ত -
তেমনই বর্ণে
রঞ্জিত অস্তাচল সবিতা,
নিথর দেহ
শায়িত আছে,
আত্মা লেখে
এ কবিতা ।
সীমান্তে
দাঁড়িয়ে তখনও
অস্ত্র নিয়ে
চলছে সমর,
ফুলের মালা, ধূপ-ধুনোয়-
শহীদ মিনারে
করবে অমর।
দুটি গুলি
বিদ্ধ মোর
লৌহ পাঁজরে
কমল হৃদয়ে,
জনম সার্থক
তাই
জীবনের জয়
পরাজয়ে ।
অশ্রবারি
ফেলোনা মা,
দিওনা
রজনীগন্ধা,
তোমার
সন্তানের নীরব দেহ
ভাঙবে না
অনন্ত তন্দ্রা।
শান্তিতে
নিদ্রা যাও ভারতবাসী,
শুধু
কান্নায় ভাসে মায়ের মুখ
ধমনিতে বইছে
প্রতিবাদের বিক্রম
আর রক্তে
ভাসে বুক।
যুদ্ধ করাই
ধর্ম-কর্ম,
বিলিয়ে
নিজের প্রাণ-
বুকটা গর্বে
ভরে যায়
আমি নিহত
জওয়ান।