| | খোকন শুধায় তার মাকে 'মা ভোরে কত পাখি- গান করে তা আমরা নিজের কানেই শুনে থাকি। হারমোনিয়াম, তবলা ডুগি না থাক তবু বেশ, গায় পাখি সব খালি গলায় যায় থেকে তার রেশ। গানের কথা নেইতো মোটেও শুধুই সুর শুনি, তবু গানের সুরেই পাই পান্না হীরে চুনি।' মা বললেন 'শোনরে খোকা এই দুনিয়া যিনি তৈরি করেছেন তাঁকে সব বহু নামেই চিনি। এই পৃথিবীর সব গড়া তাঁর অসীম ক্ষমতায়, সবাইকে গুণ দেন যে তিনি পরম মমতায়।
|