অভিজিৎ দাশ

 দাশনগরের ‘সবুজবুড়ো’         ভবানীপ্রসাদ









অভিজিৎ দাশ

 


 

দাশনগরের সবুজবুড়ো লোকটি বড়ো শান্ত,

তাঁর যে এমন ছন্দ-সুধা কেউ কখনও জানত?

দিব্যি ছিলেন শিক্ষকতায়, ছড়া নিয়ে এলেন

ছোটো-বড়ো সব মানুষের মন মাতিয়ে দিলেন।

অদ্ভুত সব ছড়াগুলি নানা ছবি আঁকে,

বিচিত্রসব ভাবনা দেখো ছড়ার ফাঁকে ফাঁকে

বন্দি ঘরে শিশুরা সব ছড়া ডাকে এসো,

বন-প্রকৃতি মানুষজনে একটু ভালোবাসো।

কিশোরবেলার স্বপ্নগুলি ছড়ায় পাবে দেখা,

বুঝবে তুমি জগৎজুড়ে কেউ থাকে না একা।

প্রাণখোলা সব হাসির কথা আছে রাশি রাশি,

ব্যঙ্গ দিয়েও রঙ্গে মাতেন ছন্দ-ছড়ায় ভাসি।




  

<