আমেরিকার ট্যুরে এবার
ডেস্টিনেশান ওয়াশিংটন ডি সি
কাছেপিঠেই থাকেন জানি
আমার বাবার আমসত্ব পিসি
বয়স আশি, বাবার পিসি
ভ্যানিশ হলেন আট-ন বছর আগে
কোথায় গেলেন, কেন-ই গেলেন
হাজার খানেক প্রশ্ন মনে জাগে
পিসির সাথে সাথেই নিখোঁজ
অটোওলা পাড়ার ছেলে হাবু
কোমর বেঁধেই মাঠে নামেন
লোকাল থানার বিষ্ণু বড়বাবু
পাঁচ কি ছ’টা মাসের পরে
ফিরল হাবু সঙ্গে নিয়ে অটো
বলল – দ্যাখো এসছি নিয়ে
আমেরিকায় দিদার ঘ্যামা ফটো
মুখে তো নেই কারুর কথা
সবাই বড় গোল্লা চোখে ভাবে
এবার হাবু পাগল হয়েই
ফিরেছে ওর পুনঃ আবির্ভাবে
বলছে হাবু কান্না-গলায়
আমার কী দোষ একটু ভেবে বলো
বলল দিদা- আম কুড়োব
আম বাগানে জলদি নিয়ে চলো
ভাবছি আমি ঝুলবে কি আম
এমন শীতে, গাছের ডালের ফাঁকে?
তাই শেষমেশ দিদার জেদেই
‘আম-এ-রিকা’য় পৌঁছে দিলাম তাঁকে!