সুজন দাশ

 অবাক করা সৃষ্টি











সুজন দাশ





 

 

লেখেন তিনি নানান ছড়া

সহজ সরল ছন্দে,

পড়লে সবার মন ভরে যায়

ভালোলাগার গন্ধে

 

ছন্দ নিয়ে নিরীক্ষা তাঁর

দোলায় মৃদু-মন্দ,

ভাবের ঘরে তাপটি জোগান

নেই যে তাতে সন্দ!

 

শিশু মনের বুঝেন ভাষা

বুঝেন মনস্তত্ত্ব,

আঁকেন ছবি নিখুঁত টানে

দাঁড়িয়ে যায় তত্ত্ব!

 

মিঠে কড়া ছড়া যে তাঁর

কার না টানে মনটা?

মাত্রা তালে সুর যেন এক

জমিয়ে দেয় ক্ষণটা!

 

মিষ্টি ছড়ার লিস্টি করেন

ফেলেন যদি দৃষ্টি,

দেয় ভরিয়ে মনটি সবার

অবাক করা সৃষ্টি!




  

<