ভবানীপ্রসাদ মজুমদার
সহজ সরল তরল কথায়
লেখেন ছড়া মজাদার।
হাসি-খুশি যেমন মিশুক
তেমন মানুষ ক’জন আর?
ভবানীপ্রসাদ মজুমদার
কলেজ স্ট্রিটের আড্ডাখানায়
ছিলেন নবাব ইমানদার।
অনুপ্রাস আর অন্ত্যমিলের
তাঁরই জুড়ি মেলা ভার।
চোখের সামনে দেখেছিলাম
ছড়াকারের কয়েকজন
তাঁর কাছেতে তালিম নিয়ে
সম্পাদনায় দিলেন মন।
তাঁর প্রেরণায় ছড়ার কাগজ
তুলল গড়ে বেশ ক’জন।
তাঁর ছড়াতে ছড়া আছে
ছড়ায় কিছু কবিতার
প্রতিবাদের ভাষা আছে
দুঃখী পাবে ছবি তার
সমাজ গড়ার কথা আছে
নয় দুনিয়া ক্ষমতার।
সস্ত্রীক ভবানীপ্রসাদ মজমদারের সঙ্গে ছড়াকার ও শিশুসাহিত্যিক উত্থানপদ বিজলী।