শিশুর হাসি বুড়োর মুখে আনল কে
ছন্দ ছড়ায় অটুট লেখা টানল কে
‘আজব শব্দে মজার ছড়া’ বল তো কার
সেই ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার।
কার ঘরানায় ঢুকলে বিরল সাধ পাবি
সুকুমারের পরেই বল তো কার দাবি
‘মিঠে কড়া পশুর ছড়া’ বইটা কার
সেই ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার।
শব্দ ভেঙে শব্দ গড়ার মিস্ত্রি
কুঁচকে থাকা মনে চালায় ইস্তিরি
‘ছন্দে গাঁথা এ কলকাতা’ প্রমাণ তার
সেই ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার।
প্রাণীবিজ্ঞানের দুর্বোধ্য শব্দকে
ছোটোদের কাছে স্মরণযোগ্য করল কে
বলতে পারো ‘ডাইনোছড়াস’ লেখা কার
সেই ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার।
শিশু মনকে দুলিয়ে দিতে নেই জুড়ি
আকর্ষণে হার মেনে যায় বল ঘুড়ি
‘মিঠে করা ভূতের ছড়া’ লেখা তাঁর
সেই ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার।
বাল্যরসে স্নিগ্ধ ছড়ার ভোজবাজি
এক ছড়াতে শিশু হতে সব রাজি
‘মিঠে কড়া খেলার ছড়া’ লেখা যাঁর
সেই ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার।
নতুন লেখক তৈরি করার যন্ত্র ভাই
‘ছড়া গড়া প্রতিযোগিতা’ করেন তাই
‘ছন্দে গড়া মহান যাঁরা’ লেখা তাঁর
সেই ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার।
শান্ত স্বভাব ঠান্ডা মাথার ভদ্রলোক
পুরস্কার পাবার দিকে নেইকো ঝোঁক
পাঠক-শ্রোতার ভালোবাসাই পুরস্কার
সেই ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার।