আনন্দ বক্সী

ছড়া সম্রাট











আনন্দ বক্সী





 

 

 

গ্রামের ছেলে বেশ রগুড়ে

বসতি যাঁর ওই শানপুরে।

শিক্ষকতা পেশাটি যাঁর

মানুষ তিনি অতি উদার।

দেখান যিনি মুন্সিয়ানা

ছড়া লেখায় ষোলোআনা

মেতে থেকে সৃষ্টি সুখে

ঝড় তুলে দেন বাংলার বুকে।

নিত্যনতুন ছন্দ-ছড়ায়

নবীন প্রবীণ মনকে হরায়।

বিষয় ভাবনা থাকে ভিন্ন

তাতেই রাখেন ছাপ ও চিহ্ন।

ছড়া নিয়ে গবেষণায়

যাঁকে পাঠক রোজ খুঁজে পায়।

সৃষ্টিসম্ভার যাঁর সে বিরাট

ছড়ার যেন সত্যি সম্রাট।

কলমটি যাঁর খুব ক্ষুরধার

আপনজন যে তিনি সবার।

 

চিনতে বাকি আছে কি আর?

ভবানীপ্রসাদ মজুমদার।




  

<