ব্রজেন্দ্রনাথ ধর

সহস্র ছড়ায়











ব্রজেন্দ্রনাথ ধর





 

 

আমরা যারা লেখার চেষ্টা করি

ছড়া দিয়ে জীবন-ছত্র ধরি, 

    তাদের বুকের কাছে

ছড়ার ছন্দে নাচে,

কতো ছন্দ আনি

বিচিত্র ভবানী,

কতো বাহার তাঁর

শ্রী মজুমদার। 


তাঁর   ছড়ার প্রসাদ পেয়ে

কতো ছড়ার নেয়ে

ভাসায় ছড়ার তরী 

যাচ্ছে স্রোত গড়ি।


ছড়ায় যিনি নাচেন

ছড়ায় যিনি বাঁচেন

তার তুলনা সে

ছড়ার ভবিষ্ ষে।


ছড়ার চাদর গায় 

পড়লেন ঘুমায়,

তুলছে পারের মাঝি

তুলছে ছড়ার নায়,

ভবানীদা     যায়

ছড়া  সহস্র ছড়ায়।





  

<