ফুল্লরা ধর

 ছড়ার হাট জমজমাট











ফুল্লরা ধর





 

 

শৈশবেতেই শিশুমনটার

‘স্বপ্ন গেছে চুরি’

কী করে তাই ঘোড়ার পিঠে

ছুটবে রাজপুরী!


‘টাপুর টুপুর ছড়ার নূপুর’

‘ছড়ার হাট জমজমাট’

খিল ধরে যায় পড়লে পড়ে

আপনি খোলে কপাট।


স্বপ্ন গেছে চুরি বলেই

কেউ নাড়ে না কড়া,

মিঠেকড়া ছড়া সমগ্রে

কত ‘মজার ছড়া’।


তাঁর লেখাতে ঢেউ খেলে যায়

কত নতুন ধারা,

ঝংকৃত হয় বারে-বারেই

মনকে দেয় নাড়া।


আর কেউ নন তিনিই তো

শিশুমনের কবি,

সবার প্রিয় ভবানীপ্রসাদ

তার এঁকে যান ছবি।





  

<