সুব্রত দেব

মিঠেকড়া শ্রেষ্ঠ ছড়া











সুব্রত দেব





 

 

‘জানেন দাদা, আমার ছেলের

বাংলাটা ঠিক আসে না’

বলে যারা মোটেই তারা

বাংলাটা ভালো বাসে না।


যে লিখেছেন এমন কথা,

কে না জানে নাম তাঁর,

বাংলা ছড়ার শীর্ষে তিনি

ভবানীপ্রসাদ মজুমদার।


তাঁর লেখা ছড়ার সংখ্যা

অন্তত বিশ হাজার,

তাঁর মাপের ছড়াকার

পাবে না বিশ্বে আর।


‘মিঠেকড়া শ্রেষ্ঠ ছড়া’

বিখ্যাত তাঁর বই

মিঠেকড়ার এমন মিশেল

কোথায় পাবে কই!


কোনও ছড়ায় হাসতে হাসতে

খিলই ধরে পেটে,

‘স্বাধীনতার মানে’ জানে না

মরছে খেটে খেটে!


মিঠেকড়া ছড়া লিখে

সবার তিনি প্রিয়,

শুধুমাত্র ছড়া লিখেই

প্রাতঃস্মরণীয়।




  

<