বদ্রীনাথ পাল

চাই যে শুধু











বদ্রীনাথ পাল





 



ভবানীপ্রসাদ মজুমদার

সবার সেরা ছড়াকার,

তাঁহার মতো লিখবে ছড়া

কেই-বা আছে এমন আর!


রস টুসটুস ভরোপুর

সন্ধ্যা সকাল বা দুপুর,

মনটি সবার জয় করে নেয়

এমন ছড়া সুমধুর।


আকাশ মাটি কিংবা জল

সবখানে সে রয় সচল,

আশপাশটি মাতিয়ে ছড়া

করতে থাকে কোলাহল।


ভবানীপ্রসাদ মজুমদার

চাই না কিছু আমি আর,

তোমার লেখা ছড়ার ডালি

চাই যে শুধু উপহার।


 



লাখে এমন

বদ্রীনাথ পাল


ভবানী প্রসাদ মজুমদার-

সেরার সেরা ছড়াকার,

প্রস্থানেতে ছড়ার জগৎ

করে গেলেন অন্ধকার।


হাসি মজার ঘড়া ঘড়া-

হোকনা তবু সে মনগড়া,

লিখবে কে আর তেমন করে

টক ঝাল নুন মিষ্টি ছড়া !


স্বভাব ছিলো যেমন 'চিনি'-

নির্বিরোধী তেমন তিনি,

মানেননি হার শত দুখেও

কারো কাছে কোনোদিনই।


লাখে এমন একটি মেলে-

তিনিও শেষে গেলেন চলে,

অনাথ হলো কাব্য জগৎ

সব হারিয়ে নয়ন জলে।


  

  

<