ছড়া সম্রাট ভবানীপ্রসাদ মজুমদার
| | দাসনগরে থাকেন কবি ভবানীপ্রসাদ মজুমদার, বাক জুড়ে তাঁর ছন্দে গড়া হাসি ছড়ায় মজাদার। নিত্যনতুন ছন্দ গড়েন লোকটা সাদামাটা, উদাস উদাস চলাফেরা ধীর গতিতে হাঁটা। ছড়ার রাজ্যে পাহাড় তিনি জাদুকাঠি হাতে, ছোটো বড়ো নেই ভেদাভেদ থাকেন সবার সাথে। ঠোঁটের ফাঁকে মিষ্টি হাসি কথায় কথায় ছড়া, পুজো সংখ্যার প্রায় কাগজে তাঁর যে নড়াচড়া। জেলা শহর রাজ্য ছাড়ো দেশ-বিদেশে তাঁকে, ছন্দে রাজা, ছড়ার রাজা ছন্দ কবি ডাকে। হাওড়া জেলার দাসনগরে সময় পেলে যেও, ভবানীপ্রসাদ মজুমদার যুগ যুগ জিও।
|
<
|