হরিৎ বন্দ্যোপাধ্যায়

 বিশাল রাজ্য ছড়ারাজার











হরিৎ বন্দ্যোপাধ্যায়




 

 

উঠতে ছড়া বসতে ছড়া

ঘুমের মাঝেও লেখেন ছড়া

এমন মানুষ কে গো তিনি?

হাওড়ার সে, নামটি ভবানী।


রাগের ছড়া, দাগের ছড়া

হালকা ভারী হাসির ছড়া

চাইলে পাবে দু-হাত ভরে

যাও যদি তার ছড়ার ঘরে।


ছড়া দিয়েই মনকে কেনে

এক ডাকেতেই সবাই চেনে।

যেখানেই সে থাকবে জেনো

তাকে দিয়েই রাস্তা চেনো।


সবার প্রিয় মাটির মানুষ

হাসিমুখে মজার মানুষ

ছড়ার সংখ্যা কুড়ি হাজার

বিশাল রাজ্য ছড়ারাজার।




  

<