ভবানীদাকে মনে রেখে
ছন্দে লেখা ছড়াপড়ছি তোমার যত,মনের মধ্যে তোমার ছবিপ্রকট হচ্ছে তত।মজা এবং কল্পনাতেকরছ কবি জাদু,প্রতি পঙক্তি নানা রঙেহচ্ছে কিন্তু স্বাদু।শিশু মনে দোলা দেয় গোতোমার মজার ছড়া,হাঁটুন হাঁটুন আরও হাঁটুনকলম সোনায় গড়া।
ছন্দে লেখা ছড়া
পড়ছি তোমার যত,
মনের মধ্যে তোমার ছবি
প্রকট হচ্ছে তত।
মজা এবং কল্পনাতে
করছ কবি জাদু,
প্রতি পঙক্তি নানা রঙে
হচ্ছে কিন্তু স্বাদু।
শিশু মনে দোলা দেয় গো
তোমার মজার ছড়া,
হাঁটুন হাঁটুন আরও হাঁটুন
কলম সোনায় গড়া।
<
সূচিপত্র