পার্থ সিনহা

 মনের মানুষ











পার্থ সিনহা





 

 

একটি মানুষ মনের মানুষ শিল্পী তিনি ছন্দ-ছড়ার,

একটি মানুষ কাছের মানুষ এক কারিগর জীবন গড়ার


ছন্দ তো নয় ঝরনা যেন নাচতে থাকে আপন তালে,

নদীর বুকে নৌকা যেন এগিয়ে চলে দুলকি চালে


ছন্দ শুধু! নিপুণ গাঁথেন বর্ণ দিয়ে শব্দ-মালা,

কাব্য পড়ে এক নিমেষে দূর হয়ে যায় দুঃখ-জ্বালা


ছোট্ট শিশুর কল্পনাকে ফুটিয়ে তোলেন ছবির মতো,

দুঃখ হাসি ভাবনা মজা জড়িয়ে থাকে ওতপ্রোত


যেমন সহজ মানুষ তিনি তেমন সহজ ভাষায় লিখে,

ছড়িয়ে দিলেন ছড়ার সুবাস গ্রাম-শহরের চতুর্দিকে


গান ভুলে যায় ভোরের পাখি তাঁর কবিতা-ছন্দ শুনে,

ছড়াও যে এক শিল্প তিনি প্রমাণ করেন লেখার গুণে


নাম কী কবির, কোথায় বাড়ি? চিন্তা বুঝি করছ তুমি?

হাওড়া জেলার শানপুরে তাঁর জন্ম এবং কর্মভূমি


বাংলা ভাষার আকাশ জুড়ে দীপ্ত আলোর ঝরনাধারা,

ভবানীপ্রসাদ মজুমদার এক সেই আকাশের উজল তারা




  

<