মোনালিসা পাহাড়ী

ছড়াদাদু











মোনালিসা

পাহাড়ী




 

 

এই বাংলায় আছেন এক মস্ত ছড়াকার,

খোকাখুকুর ভীষণ প্রিয় অনেক ছড়াই তাঁর।

শুধু কি আর কচিকাঁচার কাছে তিনি দামি?

বড়োদেরও পছন্দের, তাই তো তিনি নামি।


বড্ড সহজ সরল তিনি থাকেন হাসিমুখে,

লেখেন ছড়া দিন-রাত্তির দুঃখে এবং সুখে।

খোকাখুকুর ভালোবাসার সাধের ছড়াদাদু,

ছড়া লেখায় সিদ্ধহস্ত, জানেন তিনি জাদু।


অ আ আ খ-র মালা গেঁথে ছন্দ ছড়া সুরে,

নানান স্বাদের ছড়াছড়ি, নানান ভাব পুরে।

সাহিত্যের সিন্ধু নদে রত্ন আকর কত,

সৃষ্টি যে তাঁর সরস্বতীর আরাধনায় রত।


মজার ছড়া পড়লে যে তাঁর না হেসে পারবে না

হাসবে না যে সে নিশ্চয়ই রামগরুড়ের ছানা।

কে বলো তো? কার কথাটি বলছি এতক্ষণ?

ভবানীপ্রসাদ মজুমদার, জানেন সর্বজন।





  

<