শিশুর ঠোঁটে হাসি ফোটে এমন ছড়া যাঁর
তিনি স্রষ্টা দিকদ্রষ্টা ভবানীপ্রসাদ মজুমদার।
কথায় কথায় ছড়ার পাতায়
নাচন লাগায় হৃদয় খাতায়
সহজ সরল এমন কবি তাঁর তুলনা হয় না আর।
ছন্দ ধরেন সৃষ্টি করেন চিরদিনের সবুজ ছড়া
‘যাচাই করা বাছাই ছড়া’ সকল ছড়া মনোহরা।
ফুল ফল পশু পাখি
হাসি মজা মাখামাখি
‘মন করে মাত রবীন্দ্রনাথ’ কল্পলোকে মনচোরা।
সবুজবুড়ো, ভবানন্দ ভারতী আরও কত ছদ্মনাম
ছড়ার জগৎ তাঁর কলমে সবুজ প্রাণের খোলা খাম।
‘মজার ছড়া’ মজায় ভরা
মনমাতানো মিঠেকড়া
তাঁর কলমের মণিকণার অমূল্য যে দাম।
তিনি আমায় ভালোবাসেন বড়ো খুশি তাই
ভবানীদা বলে ডেকে আমি অপার সুখ পাই।
তাঁর সাথে বন্ধন
ঠিক চির-চন্দন
এমন মহান কবির পায়ে হাজার প্রণাম জানাই।