স্বপনকুমার বিজলী

  ভবানীপ্রসাদ মজুমদার স্মরণে










স্বপনকুমার

বিজলী





 

 

হাওড়া জেলার শানপুর গাঁয় জন্ম নিয়ে এলে,

নিরুপমা আর নারায়ণ পেলেন গুণী ছেলে

কুড়ি হাজার তোমার ছড়া ঘুরছে চারিপাশে,

শিশুকিশোর আলোর দিশা পেল অনায়াসে

আমরা যারা কচিকাঁচা তোমার ছড়া পড়ি,

আনন্দে মন ভরে ওঠে খুশির স্বপ্ন গড়ি

ভুল করে যে উল খেয়েছে সেই ছাগলের ছানা,

জন্মেছিল সোয়েটারে ঢাকা শরীরখানা

স্বপ্নে দেখি ওরা থাকে তোমার লেখার ঘরে,

তোমার সাথে রোজ দু-বেলা হাসি আমোদ করে

কংক্রিটে আজ শহর ঢাকা যায় না ছাগল মাঠে,

তোমার মজার ছড়া পড়ে ওদের সময় কাটে

প্রতিযোগী ছিলাম আমি পাড়ার অনুষ্ঠানে,

শত শিশু অংশ নিল তোমার ছড়া গানে

তোমার ছড়া পাঠ করি যেই খুশির বাতাস ভাসে,

বাংলা ছড়ার রাজা হয়ে থাকবে ইতিহাসে




  

<