জয়দেব দাস

 ছড়া সম্রাট











জয়দেব দাস





 

 

 

ছড়িয়ে আলো ছড়ায় ছড়ায়

আঁকলে খুশির ছবি,

ছন্দে সুরে কত কথা

বললে তুমি কবি।

 

হাসি মজার মাঝে তোমার

কঠোর বাস্তবতা,

শিশুর মনে জাগিয়ে তোলে

গভীর নীরবতা।

 

ফুল পাখি চাঁদ পশুর ছড়ায়

শিশু পেল প্রাণ,

তাই তো তারা সন্ধে সকাল

গায় যে তোমার গান।

 

আমরা সবাই প্রণাম জানাই

ভালো থাকো তুমি,

তোমায় পেয়ে ছড়া সম্রাট

ধন্য ভারতভূমি।




  

<