অমরেশ বিশ্বাস

 প্রিয় ছড়াকার











অমরেশ বিশ্বাস





 


 

জানে না কে আপনাকে

ছড়াকার নামে,

ছড়া লিখে রেখে দেন

ছোটো ছোটো খামে।

 

আপনার ছড়া সব

যেন ফুলঝুরি,

ছোটো বড়ো সকলের

করে মন চুরি।

 

কার মনে কী যে আছে

আপনার জানা,

সেইসব ছড়া পড়ে

মন মেলে ডানা।

 

ছড়াগুলো মুছে দেয়

আছে যত কালো,

চারদিক থেকে ছুটে

আসে শুধু আলো।

 

যারা পথ হারিয়েছে

পথ খুঁজে পায়,

আপনার ছড়া তাই

সকলেই চায়।

 

আপনার ছড়া সব

মধুভরা স্বাদ,

বড়ো প্রিয় ছড়াকার

ভবানীপ্রসাদ।




  

<