ভবানীবাবুর ছড়া লেখায় শক্ত নিপুণ হাত,
শিক্ষণীয় হাসি মজা যায় না
কিছুই বাদ।
সব ছড়াতেই আমরা অনেক নতুন কিছু পাই,
আমার প্রিয় ছড়ার মানুষ ভবানীপ্রসাদ তাই।
গুনলে ছড়া শেষ হবে না কুড়ি হাজার পার,
ছড়ার সংখ্যা আরও বাড়ুক, চলুক কলম তাঁর।
বাংলা ছড়া তাঁর আশিসে হয়েছে আজ ধন্য,
সবার মাঝে ভবানীপ্রসাদ তাই তো বড়োই গণ্য।
যুব সমাজ তাঁর ছোঁয়াতে লেখার সাহস পাক,
মনুষ্য মাঝে ভবানীপ্রসাদ চিরতরে থাক।