কিশোর শিশুর জন্য যিনি নিত্য গড়েন ছন্দ, ছন্দে আঁকেন পশু পাখি ছড়ান ফুলের গন্ধ। ছন্দে আঁকেন আকাশ ও মেঘ ছন্দে আনেন বৃষ্টি, ছন্দে আঁকেন চাঁদের হাসি জুড়ান শিশুর দৃষ্টি। ছন্দে আঁকেন রূপকথা রঙ শোনান ভূতের গল্প, ছন্দে লেখেন হারানো দিন শৈশব স্মৃতির কল্প। তাই তো তিনি ছড়ার রাজা ছন্দে এমন দক্ষ, তাঁর লেখনী দেয় জুড়িয়ে
সবার প্রাণ ও বক্ষ।
|